সড়কের পাশের খোলা ড্রেনে লেগুনা পড়ে নিহত ২

আশুলিয়ায় যাত্রীবাহী লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার যাত্রী।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার আবদুল্লাহপুর বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বদরুল আলম ও হৃদয় মিয়া। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানায়, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের সমস্যা গুরুতর না হওয়ায় চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। বিস্তারিত পরে জানা যাবে।
মাহফুজুর রহমান নিপু/এসআর/জিকেএস

See also  আব্দুর রউফ ছিলেন সফল সিইসি: বিচারপতি জুবায়ের রহমান
Total
0
Share
Need Help?