Type 5 Diabetes : টাইপ ১, ২-এর পর এবার স্বীকৃত টাইপ ৫ ডায়াবেটিস! বিশ্বব্যাপী আক্রান্ত প্রায় আড়াই কোটি মানুষ
<p>টাইপ ওয়ান বা টাইপ ২ ডায়াবেটিসের কথা বহুশ্রুত। কিন্তু চোখরাঙনি দিচ্ছে আরও একটা ডায়াবেটিসের ধরন। বহুদিন আগেই উন্নয়নশীল দেশগুলিতে এই ধরনের ডায়াবেটিস ধরা পড়েছিল। তবে এই অসুখকে সঙ্কটের কারণ হিসেবে আগে ভেবে দেখেননি চিকিৎসকরা। টাইপ ফাইভ ডায়াবেটিস। এই ধরনের ডায়াবেটিসের সন্ধান কয়েক দশক আগেই পাওয়া গিয়েছিল। তবে তার স্বীকৃতি পেতে লেগে গেল কয়েক দশক। সাধারণত স্থূলতাকে ডায়াবেটিসের শত্রু হিসেবে দেখা হয়। কিন্তু এই ধরনের ডায়াবেটিস অপুষ্টির সঙ্গে জড়িত। টাইপ ফাইভ ডায়াবেটিসকেও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল চিকিৎসা বিজ্ঞান। </p>
<p><strong>”টাইপ ৫ ডায়াবেটিস” কী </strong></p>
<p>আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এই মাসে আনুষ্ঠানিকভাবে এই রোগটিকে “টাইপ ৫ ডায়াবেটিস” বলে চিহ্নিত করেছেন। বিশ্বব্যাপী প্রায় আড়াই কোটি মানুষ এই বিরল ধরনের ডায়াবেটিস আক্রান্ত বলে মনে করা হচ্ছে । রিপোর্ট বলছে, নিম্ন ও মধ্য মানের আয়ের পরিবারগুলিতে দুর্বল ও অপুষ্টিতে ভোগা কিশোর-কিশোরীদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি। তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে অপুষ্টিজনিত কারণে ইনসুলিন উৎপাদন কমে যেতে পারে। তার ফলেই এই রোগ দেখা দেয়। </p>
<p>independent.co.uk -এর রিপোর্ট অনুসারে, টাইপ ১ এবং ২ ডায়াবেটিসের থেকে টাইপ ফাইভ অনেকটাই আলাদা। বছরের পর বছর বিতর্কের পর ৮ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে আইডিএফের বিশ্ব ডায়াবেটিস কংগ্রেসে ভোটাভুটিতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে টাইপ ফাইভকে। অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অফ মেডিসিনের মেডিসিন বিভাগের অধ্যাপক মেরেডিথ হকিন্স বলেন, এই ধরনের অপুষ্টি জনিত ডায়াবেটিস অনেক কম নির্ণয় হয়েছে। তবে এই রোগ ছড়িয়েছে বিশালভাবে। </p>
<p><strong>টাইপ ৫ ডায়াবেটিস বিরল রোগ?</strong></p>
<p>টাইপ ওয়ান বা টাইপ ২ ডায়াবেটিসের থেকে টাইপ ৫ ডায়াবেটিস বিরল রোগ। মনে করা হচ্ছে, অসুখটি বংশগত। উত্তরাধিকারসূত্রে ছড়ায় এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে। দাবি, কিশোর বয়সের শুরুতে বা ২০ বছর বয়সের আশেপাশে এই রোগের দেখা মেলে বেশি। যদি বাবা-মায়ের মধ্যে এই জিন থাকে, তাহলে তাদের সন্তানদেরও বাহক হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ। এটি স্থূলতার কারণে বা জীবনযাত্রার পছন্দের কারণে হয় না। বিশেষজ্ঞদের মতে,বিশ্বব্যাপী আড়াই কোটি মানুষ এতে আক্রান্ত। অথচ এতদিন বিষয়টি চর্চার বাইরে ছিল। এশিয়া ও আফ্রিকার গরিব ও উন্নতশীল দেশগুলিতে তরুণ-তরুণীদের মধ্যে এই অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। যাদের বডি মাস ইনডেক্স ১৯ এর কম, তাদের এই অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। </p>