মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

মিশরে দুটি পিকআপ বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২১ মার্চ) দেশটির আচওয়ান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম।
রাষ্ট্রীয় পত্রিকা আহরাম জানিয়েছে, দেশটির আচওয়ান প্রদেশের ওয়াদি আল আলাকি সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন>>

গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবে জর্ডানের পর মিশরেরও কড়া প্রতিক্রিয়া
মিশরে ভবনধসে নিহত ১০
মিশরে তিন সন্তানকে হত্যা, আটক মা

আচওয়ান প্রদেশের নিরাপত্তা বাহিনীর একজন পরিচালক বার্তা সংস্থা শিনহুয়াকে জানিয়েছেন, অতিরিক্ত গতির কারণে গাড়ি দুটির সংঘর্ষ হয়েছে।
সূত্রটি বলছে, দুটি গাড়িতে মিশরীয় ও সুদানের নাগরিকদের বহন করছিল। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করছে কর্তৃপক্ষ।
মিশরে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার হতাহতের ঘটনা ঘটে। এর বেশিরভাগই ঘটে অতিরিক্ত গতির কারণে। এছাড়া রয়েছে ট্র্যাফিক আইন না মানা ও সড়কের দুর্বল অবকাঠামো।
সড়ক দুর্ঘটনা কমাতে মিশর বিগত কয়েক বছরে নতুন নতুন সড়ক অবকাঠামো নির্মাণ, পুরোনো সেতু মেরামত করেছে।
সূত্র: শিনহুয়া/ইউএনবিকেএএ/

See also  Repeated esophagogastroduodenoscopy and colonoscopy critical for diagnosing GI bleeding: Study
Total
0
Share
Need Help?