ফিলিস্তিনের পতাকা-ফিতা বিক্রির ধুম

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকায় হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে ফিলিস্তিনের পতাকা ও আল-আকসা মসজিদ সম্বলিত ফিতা বিক্রি জমজমাট হয়ে হঠেছে।
এছাড়া কালেমা তাইয়েবা লেখা সম্বলিত ফিতাও বিক্রি হচ্ছে।

ফিলিস্তিনের পতাকা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। মাথায় বাঁধার ফিতা বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। রাজধানীর শাহবাগ, টিএসসি, গুলিস্তান ও সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন পয়েন্টে বেশি পতাকা বিক্রি হচ্ছে।
শাহবাগে পতাকা বিক্রেতা হামিদুর রহমান জাগো নিউজকে বলেন, কাল থেকে ৩ হাজার টাকার পতাকা বিক্রি করেছি। আল আকসা মসজিদ সম্বলিত পতাকা-ফিতা বেশি চলছে। তিনি বলেন,পতাকার ব্যাপারে তরুণরা বেশি আগ্রহী।
এদিকে, ফিলিস্তিনের পতাকা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ।
আরএএস/এসএনআর/জিকেএস

See also  FIR against Gynaecologist for Allegedly Leaving Cotton Swab Inside Abdomen After C-Section
Total
0
Share
Need Help?