নিখোঁজের চারদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের চারদিন পর সাব্বির হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাব্বির উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের পরিত্যক্ত টয়লেটের কুপ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় মরা মানুষের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে লোকজন খামারের পরিত্যক্ত টয়লেটের কুপের ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা পক্রিয়াধীন।
এ এইচ শামীম/জেডএইচ/এমএস