গোবিন্দ-সুনীতার সংসার ভাঙন নিয়ে যা বললেন সহকারী

বিগত মাস কয়েক ধরে গোবিন্দ-সুনীতার সংসার ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছিল। আজ (২৫ ফেব্রুয়ারি) সকালে এ কথা যেন হাওয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত গোবিন্দ কোনো কথাই বলেননি।
বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, মেয়ে টিনার থেকে ছোট বয়সী এক মরাঠি অভিনেত্রীর প্রেমে ডুবে আছেন গোবিন্দ। তবে এটা ছাড়াও গোবিন্দ-সুনীতার সংসারে অশান্তির পেছনে আরও বেশ কিছু সম্ভাব্য কারণ রয়েছে।
গোবিন্দর দীর্ঘদিনের সহকারী শশী সিনহা বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই তাদের সম্পর্ক ও ওঠাবসা চলছে। পরিবারের পক্ষ থেকে এমন কিছু মন্তব্য করা হয়েছে সংবাদমাধ্যমে যার ফলে সমস্যার সূত্রপাত। যদিও এর বেশি কিছু গোবিন্দ জানাতে চান না। খুব শিগগির একটি সিনেমার কাজে হাত দেবেন। তার আগে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’
এদিকে গোবিন্দের ভাগ্নি আরতি সিংহ অবশ্য মামা-মামির বিচ্ছেদের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আরতির কথায়, ‘আমার মামা-মামির সম্পর্ক ভীষণ মজবুত, হতেই পারে না এমন কিছু।’
একই সুর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের কণ্ঠেও। তিনি বলেন, ‘এটা হতেই পারে না, তাদের বিচ্ছেদ সম্ভব নয়।’ যদিও শোনা যাচ্ছে সুনীতাই নাকি বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন। বেশ কয়েক বছর ধরেই ছেলে-মেয়েকে নিয়ে একাই থাকেন সুনীতা। যদিও উল্টো দিকের বাংলোতে গোবিন্দ থাকেন।

আরও পড়ুন:
হলিউড সিনেমায় কত পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা
পরকীয়ার জন্য গোবিন্দর ৩৭ বছরের সংসার ভাঙার গুঞ্জন

কয়েকদিন আগে সুনীতা নিজেই জানিয়েছিলেন, বেশ কয়েক বছর ধরেই জন্মদিনটি একাই কাটান। নিজেই কেক কাটেন তারপর মদ নিয়ে বসেন। এছাড়াও স্বামীকে নিয়ে নিরপত্তাহীনতায় ভোগেন সে কথাও স্বীকার করেছেন সুনীতা।
এমএমএফ/এএসএম

See also  USFDA grants QIDP Designation to Venus Remedies Novel Polymyxin B Formulation
Total
0
Share
Need Help?