ইটনায় জলমহাল থেকে কোটি টাকার মাছ লুট

কিশোরগঞ্জের ইটনায় জলমহাল থেকে প্রায় কোটি টাকার মাছ লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং আফানিয়া জলমহালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, আটপাড়া, কেন্দুয়া, মদন এবং খালিয়াজুরী এলাকা থেকে মাছ শিকারিরা প্রায় ৬০০-৭০০ লোক নিয়ে পলো ও লাঠিসোটা নিয়ে জলমহালে নেমে প্রায় ১ কোটি টাকার মাছ শিকার করে নিয়ে গেছে। জলমহালের লোকজন তাদের বাধা দিতে গেলে হামলা এবং মেরে ফেলার ভয়ভীতি দেখানো হয়। কিছুদিন ধরেই এসব মাছ শিকারিরা হাওরের বিভিন্ন জলমহাল থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার মাছ লুট করে নিয়ে যাচ্ছে।
জলমহালের ইজারাদার রনজিৎ চন্দ্র দাস জানান, আমি দৈলং আফানিয়া জলমহালটি উত্তর ধীনেষপুর মৎস্যজীবী সমবায় সমিতির কাছ থেকে ইজারা নিয়ে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা খরচ করে অভয়াশ্রম তৈরি করেছি। আমাদের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে সব মাছ লুট করে নিয়ে গেছে। আমার জলমহাল থেকে প্রায় কোটি টাকার মাছ লুট করা হয়েছে। আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য অফিসারসহ সবাইকে জানিয়েছি। আমার ক্ষয়ক্ষতির জন্য আইনগত সহযোগিতা আশা করি।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বলেন, জলমহাল থেকে পলো দিয়ে মাছ মেরে নেওয়ার ঘটনা শুনেছি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে রাসেল/এমএইচআর

See also  CCI clears hospital in false advertising, misrepresentation case
Total
0
Share
Need Help?