২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২৯৯, মৃত্যু দুজনের

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু নিয়ে আরও ২৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৫ জনে। এসময় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জনে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৬৯ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৬৮ জন, বরিশালে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনায় ২৪ জন, ময়মনসিংহে ১৮ জন ও রাজশাহীতে ৩ জন এবং রংপুরে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২২ হাজার ২৬৫ জন। তাদের মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী।
১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মৃত ১২৪ জনের মধ্যে ৫৪ শতাংশ নারী এবং ৪৬ শতাংশ পুরুষ।
এএএম/এমএইচআর/জেআইএম

See also  State Medical Councils to handle medical negligence cases, No Special Tribunal: Health Minister
Total
0
Share
Need Help?