হত্যা মামলায় টাঙ্গাইল পৌর কাউন্সিলর নোমান গ্রেফতার

টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমানকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ১০ শ্রেণির শিক্ষার্থী মারুফ মিয়া (১৪) হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তানভীর হাসান ফেরদৌস নোমান টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। তিনি এ হত্যা মামলার ১৬ নম্বর আসামি।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন দুপুরে নোমানকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুনরাতে নিখোঁজ, সকালে মিললো মরদেহ মসজিদে তবারক নিয়ে ঝগড়ার পর পিটিয়ে হত্যা 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, র‌্যাব গ্রেফতারের পর কাউন্সিলর নোমানকে আমাদের কাছে হস্তান্তর করে। পরে নোমানকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে এখনো রিমান্ড শুনানি হয়নি।
গত ১৮ আগস্ট নিহত মারুফের মা মোর্শেদা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ৫৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/কেএসআর

See also  পাবনায় আগ্নেয়াস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Total
0
Share
Need Help?