সুলায়মান এস আজানীর মৃত্যুতে শোক জানিয়েছে স্টান্ডার্ড ফিনিস অয়েল

স্টান্ডার্ড ফিনিস অয়েলের ম্যানেজিং পাটনার সুলায়মান এস আজানী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) মালয়েশিয়া যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর
তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে স্টান্ডার্ড ফিনিস অয়েলের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা।
এসআইটি/জেআইএম

See also  ইরান গেল নারী কাবাডি দল
Total
0
Share
Need Help?