সাতক্ষীরা সীমান্তে মিললো ২৩ লাখ টাকার ডায়মন্ডের গহনা

সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ডায়মন্ডের গহনা জব্দ করেছে বিজিবি। ভারত থেকে বাংলাদেশে এই গহনাগুলো পাচার করা হচ্ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা এগুলো ফেলে পালিয়ে যায়।
সোমবার (১৪ এপ্রিল) গভীর রাতে ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ডায়মন্ডের ৯০টি নাকফুল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সাড়ে ১১টায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে হীরার অলংকারের একটি বড় চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার-২ ও সাব পিলার-৬ এস থেকে ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় একজন চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখানে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটে তল্লাশি চালিয়ে ৯০টি ডায়মন্ডের নাকফুল জব্দ করেন বিজিবির সদস্যরা। যার বাজার মূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা।
বিজিবির অধিনায়ক আরও জানান, জব্দকৃত ডায়মন্ডের অলংকার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এমএস

See also  টেরিটরি ম্যানেজার নেবে শপআপ, থাকছে না বয়সসীমা
Total
0
Share
Need Help?