সাড়ে সাত মাসে ৩০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অভিযান চালিয়ে গত সাড়ে সাত মাসে মোট ২৯ হাজার ৬১৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গত বছরের সেপ্টেম্বর থেকে গতকাল (১৫ এপ্রিল) পর্যন্ত এসব অভিযান চালানো হয়। এতে ২৩০টি শিল্প, ১৫৫টি বাণিজ্যিক ও ২৯,২৩২টি আবাসিকসহ মোট ২৯ হাজার ৬১৭টি অবৈধ গ্যাস সংযোগ এবং ৬৭১২টি বার্নার বিচ্ছিন্ন করা হয়। এসব অভিযানে ১৪৪ কিলোমিটার পাইপলাইনও অপসারণ করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) তিতাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তিতাস জানায়, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) তিতাস গ্যাস, আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার-এর আওতাধীন আশুলিয়ার জামগড় ও ইটখোলা এলাকার ২ কিলোমিটার এলাকাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে প্রায় ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন ও ৪০০ মিটার পাইপ অপসরণ পূর্বক জব্দ করা হয়েছে। এতে প্রায় ১১,৩৩৪ ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় করা সম্ভব হবে। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তিনটি প্রতিষ্ঠান মেসার্স মক্কা হোটেল অ্যান্ড চাঁদপুর রেস্টুরেন্ট, মেসার্স মদিনা হোটেল ও মেসার্স গাইবান্ধা হোটেল এবং দুই জন অবৈধ গ্রাহক আব্দুল ওয়াহাব মীর ও হুমায়ুনকে পৃথক পৃথক মামলায় ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।
তিতাস আরও জানায়, একই দিন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ নাজমূল হুদার নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির জোবিঅ-আড়াইহাজার, আঞ্চলিক বিক্রয় বিভাগ- রূপগঞ্জ -এর আওতাধীন কালিবাড়ি বাজার সংলগ্ন এবং সত্যবান্দি, দুপ্তারা আড়াইহাজার, নারায়ণগঞ্জ এলাকায় ২.৫ কিলোমিটার এলাকাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে।
অভিযানে প্রায় ৮২০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন ও ১১০ ফিট এমএস পাইপ, ১ টি প্যাকেজ বার্নার ও ১ টি বুস্টার অপসরণ করে জব্দ করা হয়েছে। অবৈধ কারখানায় অভিযানকালে ফ্যাক্টরি সংশ্লিষ্ট কেউ না থাকায় জেল বা জরিমানা করা সম্ভব হয়নি।
এছাড়া আঞ্চলিক রাজস্ব শাখা-নারায়ণগঞ্জের নেতৃত্বে হোসাইননগর, কাশিপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় ৫টি বিশেষ টিমের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে।
এনএস/এমআইএইচএস/জিকেএস

See also  Cashless Tie-Ups Cut: Ahmedabad Hospitals Suspend Services for 3 Insurance Firms
Total
0
Share
Need Help?