সরকারি অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে বলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) ‘উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ ও বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, প্রতিজন কর্মকর্তাকে দক্ষতা ও দায়বদ্ধতার মাধ্যমে দেশের সেবা নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হচ্ছেন পরিষেবা প্রদানকারী। আপনাদের হাত ধরেই প্রতিষ্ঠানে সুশাসনের দৃষ্টান্ত স্থাপিত হবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় তথা সমাজ যেন আপনাদের কথা স্মরণ করে, সেভাবে নিজেদের গড়ে তুলতে হবে।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা।
জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে ও অধ্যাপক ড. এ কে এম রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহযোগী পরিচালক অধ্যাপক ড. দীন ইসলাম প্রমুখ।
আসিফ ইকবাল/জেডএইচ/এমএস

See also  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
Total
0
Share
Need Help?