সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৯ জুন ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটকে দিলো ইসরায়েলগাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েল। এখন এর ক্রুদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গ্রেটা থুনবার্গদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলেগাজা উপকূলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা জাহাজ ইসরায়েলের নৌবাহিনী জব্দ করেছে। আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে জাহাজটি জব্ধ করা হয়। জাহাজটিতে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ও ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসানসহ ১২ জন মানবাধিকারকর্মী রয়েছেন।
গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক ইসরায়েলের, বিশ্বজুড়ে নিন্দার ঝড়আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটক করেছে ইসরায়েল। এতে থাকা ১২ আরোহীর মধ্যে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তাদের সবাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মণিপুরে ফের সহিংসতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে চাপে প্রশাসনভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এক জাতিগত গোষ্ঠীর নেতাদের গ্রেফতারের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনকে ‘অবৈধ’ বললেন ক্যালিফোর্নিয়ার গভর্নরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে বিক্ষোভ ঠেকাতে গত রোববার (৮ জুন) লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। তবে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম এই পদক্ষেপকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন এবং দ্রুত সৈন্যদের প্রত্যাহার দাবি করেছেন।
অভিবাসী গ্রেফতারের গুজবে যেভাবে উত্তাল হয়ে উঠলো লস অ্যাঞ্জেলেসযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক হার্ডওয়্যার দোকানে অভিবাসনবিরোধী অভিযান চালানোর গুজবে শহরের প্যারামাউন্ট এলাকায় ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসননীতির প্রতিবাদে এই বিক্ষোভের সূত্রপাত হয়।
ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর, যুক্তরাষ্ট্রে অভিবাসন উত্তেজনা চরমেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা সোমবার (৯ জুন) থেকে কার্যকর হতে যাচ্ছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ১২টি দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে।
পশ্চিমবঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে এখন ৬ হাজার ১৩৩ জনে দাঁড়িয়েছে।
মুম্বাইয়ে লোকাল ট্রেন থেকে পড়ে ৫ জনের মৃত্যুর আশঙ্কামুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে থানের কসারা রুটে যাওয়ার পথে একটি অতিরিক্ত ভিড়যুক্ত লোকাল ট্রেন থেকে পড়ে অন্তত ৫ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সোমবার (৯ জুন) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বব্যাপী কমেছে খাদ্যের দাম: এফএওজাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, মে মাসে বিশ্বব্যাপী খাদ্যের দাম ০.৮ শতাংশ কমেছে। সবচেয়ে বেশি কমেছে উদ্ভিজ্জ তেল ও চিনি জাতীয় পণ্যের দাম।
কেএএ/এমএস

See also  AIIMS Invites Applications for NORCET 8: Check deadline, Fees, Qualifications
Total
0
Share
Need Help?