রাজশাহীতে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

রাজশাহীর মোহনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজশাহী শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধে হওয়া চারটি মামলার এজাহারভুক্ত আসামি আবদুস সালাম। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে মোহনপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে রাজশাহী মহানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে চার মামলাতে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম

See also  অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি
Total
0
Share
Need Help?