মেসিকে ভালোবাসেন রোনালদো!

 
মেসি সেরা নাকি রোনালদো? প্রায় দেড় যুগ- এই প্রশ্ন শুনতে হচ্ছে দুই ফুটবলারকেই। বাইরে যতই আলোচনা হোক, সুযোগ পেলেই মেসি এবং রোনালদোর কাছেও প্রশ্নটার অবতারণা করেন অনেকে। এমনকি দুই ফুটবলারের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কথা ওঠে, প্রশ্ন করা হয়। এর আগেও অনেকবার এমন প্রশ্নের জবাব দিয়েছেন মেসি এবং রোনালদো- দুজনই।
এবার রোনালদোর কাছে আবারও প্রশ্নটা তোলা হলো। মেসির সঙ্গে সম্পর্ক কেমন? এ প্রশ্নের জবাবে সিআর সেভেন জানান, তারা দু’জনই একে অপরকে সমীহ করেন।
রোনালদোর ভাষায়, ‘মেসির প্রতি আমার ভালবাসা রয়েছে। যদিও আমরা অনেক বছর একে অপরের শত্রু ছিলাম। আগে অনেক সাক্ষাৎকারে বলেছি, আমরা ১৫ বছর সর্বোচ্চ মঞ্চে খেলেছি। পুরস্কারের অনুষ্ঠানে ওর হয়ে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছি। তার প্রতি আমার ভালবাসা রয়েছে কারণ, সেও আমাকে সমীহ করে।’
উয়েঠা নেশন্স লিগে মাঠে নামার আগে তিনি কথা বলেছেন রোনালদো। স্পেন-পর্তুগালের ম্যাচকে অনেকেই রোনালদো বনাম লামিনে ইয়ামালের দ্বৈরথ বলছে। রোনালদো অবশ্য সে সবে গুরুত্ব দেননি।
তিনি বলেন, ‘যখনই কোনো বড় ম্যাচ খেলতে নামি তখনই শুনি, রোনালদোর বিরুদ্ধে অমুকের ম্যাচ, তমুকের ম্যাচ। ২০ বছর পরেও একই জিনিস শুনছি। এখন আর এসব ভেবে রাতের ঘুম ওড়ে না। ‘
ইয়ামলকে উন্নতি করতে দেয়ার পরামর্শ রোনালদোর। তিনি বলেন, ‘আমরা পুরোপুরি আলাদা প্রজন্ম। একটা প্রজন্ম শুরু হচ্ছে, একটা প্রজন্ম শেষের মুখে। বাস্তবে ব্যাপারটা মোটেও এ রকম নয়। একটা দল আর একটা দলের বিরুদ্ধে খেলততে নামবে। ইয়ামালের বয়স অনেক কম। ওকে ভাল ভাবে উন্নতি করতে দিন।’
ক্লাব বিশ্বকাপে খেলার জন্য আর্জেন্টিনা থেকেও প্রস্তাব পেয়েছিলেন বলে জানালেন রোনালদো। তিনি বলেন, ‘আর্জেন্টিনা থেকে ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব পেয়েছিলাম। তবে কখন কী হয় কিছু বলা যায় না। কখনও আর্জেন্টিনায় যাইনি। একবার যাওয়ার ইচ্ছা রয়েছে।’
আইএইচএস/

See also  Hyderabad doctor crushed by elevator while fetching cricket ball
Total
0
Share
Need Help?