ব্রেন টিউমার হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে ? কী বলছেন বিশেষজ্ঞ ?

<p>ABP Ananda LIVE : ব্রেন টিউমারের ক্ষেত্রে কয়েকটি লক্ষণের কথা তুলে ধরলেন বিশিষ্ট চিকিৎসক, ব্রেন টিউমার রোগের লক্ষণ গুলি সম্পর্কে তিনি বলেন, রোগী ভুলে যেতে পারেন। ঘনঘন মেজাজ পরিবর্তন হতে পারে।কথা বলতে গিয়ে দিশা হারাতে পারেন।&nbsp;হাঁটতে হাঁটতে হঠাৎ ধাক্কা খেতে পারেন, দিক ভ্রষ্ট হয়ে।এছাড়াও হাত থেকে জিনিস পড়ে যাওয়া, শরীরের কোনও দিক দুর্বল হয়ে পড়া, কথা বার্তা জড়িয়ে যাওয়াও এর লক্ষণ। অনেকটা স্ট্রোকের মতো লক্ষণ আসতে পারে। হয়ত সিটিস্ক্যান করে ধরা পড়ল একটি বড় টিউমার।</p>
<p>পুরো সাক্ষাৎকারটি শুনুন এই লিঙ্কে – https://www.youtube.com/watch?v=OuLisen5DzM&amp;t=53s</p>

See also  কোনো রাজনৈতিক দল চায় না পুলিশ আমলাতন্ত্র মুক্ত হোক
Total
0
Share
Need Help?