ব্রেন টিউমার অপারেশন ছাড়া সারে ? জেনে নিন বিশিষ্ট নিউরোসার্জেনের থেকে

<p>ABP Ananda LIVE : অনেক নন-ম্যালিগন&zwj;্যান্ট অর্থাৎ নন-ক্যান্সারাস টিউমার হয়, যা মস্তিষ্কের বিভিন্ন জায়গায় অনেক দিন ধরে তৈরি হয়। খুব ধীরে ধীরে বাড়ে। এগুলো সাধারণত ব্রেনের বাইরের দিকে হয়। যখন সেগুলো বড় হয়ে যায়, তখন তা ব্রেনের উপর চাপ ফেলে। হয়ত শরীরের একদিক দুর্বল হয়ে পড়ে। হাত থেকে জিনিসপত্র পড়ে যায়, লিখতে অসুবিধা হয়। তারপর হয়ত একদিন প্রচণ্ড খিঁচুনি হয়। তখন পরীক্ষা করে বিষয়টা ধরা পড়ে।</p>
<p>পুরো সাক্ষাৎকারটি শুনুন এই লিঙ্কে – https://www.youtube.com/watch?v=OuLisen5DzM&amp;t=53s</p>

Total
0
Share
Need Help?