ব্যাটারদের দুষলেন তাসকিন

প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছে ৩৭৬ রানে। সপ্তম উইকেটে এসে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা ১৯৯ রানের বড় জুটি গড়ে না ফেললে হয়তো গল্পটা অন্যরকম হতো।
তারপরও ভারতের মতো দলকে চারশর আগে অলআউট করে দেওয়া কম কথা নয়। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা করলেন কী! কোনো ব্যাটারই দাঁড়াতে পারলেন না ভারতীয় বোলিংয়ের সামনে। প্রথম ইনিংসে ১৪৯ রানেই অলআউট হলো বাংলাদেশ।
প্রথম ইনিংসে ২২৭ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরা কঠিনই। তারপরও বোলাররা খুব খারাপ করেননি। দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলিসহ তিন ব্যাটারকে ফিরিয়েছেন সাজঘরে। চেন্নাই টেস্টে দ্বিতীয় দিন শেষে ভারতের লিড ৩০৮ রানের।
ভারত যে এমন দাপুটে অবস্থানে চলে গেছে, তার আসল দায়ই বাংলাদেশের ব্যাটারদের। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তাসকিন আহমেদও হতাশা প্রকাশ করলেন বাংলাদেশের ব্যাটিং নিয়ে। তাসকিন মনে করেন, বোলাররা মোটামুটি ভালো করেছেন, ব্যাটিংটাই ঠিক হয়নি।
তাসকিন বলেন, ‘আপনারা জানেন, সব মিলিয়ে আমাদের ব্যাটিংটা হতাশার ছিল। ফাস্ট বোলারদের জন্য (উইকেটে) কিছুটা সাহায্য ছিল। আমরা যেমন বোলিং করেছি, এর চেয়ে কিছুটা হয়তো ভালো করতে পারতাম। কিন্তু আমরা ব্যাটিং নিয়ে হতাশ।’
অশ্বিন-জাদেজা বড় জুটি গড়ে ফেললেও আজ সকালে তাসকিনরা ভালো বোলিং করেছেন। সে বিষয়টি সামনে এনে তাসকিন বলেন, ‘আজ সকালে আমরা ভালো একটি সেশন কাটিয়েছি। ৩৭ রানে ৪ উইকেট নিয়েছি। তাই সব মিলিয়ে আমরা ভালো বোলিং করেছি। তবে এর চেয়েও ভালো করতে পারতাম হয়তো। কিন্তু আমরা আমাদের ব্যাটিং নিয়ে হতাশ।’
তাসকিন মনে করছেন, যেহেতু এসজি বল নিয়ে ভয় ছিল। তাই প্রথম ১০ ওভার দেখে খেলা উচিত ছিল বাংলাদেশি ব্যাটারদের। তিনি বলেন, ‘আমার মনে হয় এসজি বল এবং এই কন্ডিশনে বিশেষ করে ১০-১২ ওভার গুরুত্বপূর্ণ। প্রথম ১০ ওভারে আমরা বেশি উইকেট হারিয়ে ফেলেছি। এর মূল্য দিতে হয়েছে। প্রথম ১০ ওভার টিকে থাকলে গল্পটা ভিন্ন হতে পারতো।’
এমএমআর/জেআইএম

See also  NIMHANS inks MoU with AFMC for collaborative research and training
Total
0
Share
Need Help?