বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে স্বাস্থ্যের কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাসায় ফিরবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রওনা করাবেন।
এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে।
কেএইচ/এমআইএইচএস/এমএস

See also  নির্বাচনের বাইরে কোনো সিদ্ধান্ত হবে না: আমীর খসরু
Total
0
Share
Need Help?