বাকৃবিতে সিঙ্গেল সিটের দাবিতে সড়ক অবরোধ করে ছাত্রীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিকন্যা হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীরা সিঙ্গেল সিটের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হলের সামনের প্রধান সড়কে অবস্থান নেন তারা। প্রায় তিন ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস পেয়ে হলে ফিরে যান শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, দুই বছর ধরে এক বেডে দুজন করে থাকছি, যা অত্যন্ত কষ্টদায়ক। এতদিন স্যারের সব নির্দেশ মেনে চলেছি। কিন্তু আমাদের সিটের সমাধান না করেই অন্যদের আগে সিট বরাদ্দ কেন দেওয়া হলো—এই প্রশ্নের যথাযথ উত্তর আমরা জানতে চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, গত দুই বছর ধরে একজনের জন্য নির্ধারিত একটি বেডে দুজন করে থাকতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থীরা। যদিও গত ৩ মার্চ হল প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩টি সিঙ্গেল সিট খালি রয়েছে এবং এসব সিটের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন নেওয়া হবে। তবে নির্ধারিত সময়সীমার আগেই নতুন ভবনের একটি কক্ষে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হয়েছে। এখনো যেসব শিক্ষার্থী ডাবল সিটে অবস্থান করছেন, তাদের জন্য কোনো সিট বরাদ্দ দেওয়া হয়নি। ফলে নির্ধারিত সময়ের আগেই সিনিয়রদের সিট বরাদ্দ দেওয়ায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণই প্রতিফলিত হয়েছে।
এ বিষয়ে কৃষিকন্যা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আনিসুজ্জামানের সঙ্গে শিক্ষার্থীরা মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ মুহূর্তে উপস্থিত হতে পারছি না। তবে আগামীকাল শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার অফিসে বসে আলোচনা করবো।
আসিফ ইকবাল/ইএ 

See also  BJP MLA calls for separate hospital wing for Muslims
Total
0
Share
Need Help?