বরিশালে স্বেচ্ছাশ্রমে দুই রাস্তা সংস্কার

বরিশালের গোরনদীতে স্বেচ্ছাশ্রমে দুটি রাস্তা সংস্কার করা হয়েছে। উপজেলার চাঁদশী মাদরাসা সামনের ও শীতলা মন্দির সংলগ্ন রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়। রোববার (৮ জুন) দুপুরে চাঁদশী সমাজসেবা সংগঠনের সাধারণ সম্পাদক মো. পলাশ সরদার জানিয়েছেন, মাদরাসার সামনের এবং শীতলা মন্দির সংলগ্ন রাস্তা দুটি খানাখন্দে ভরা। ওই দুটি জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যানবাহনতো দূরের কথা পায়ে হেঁটে চলাচলেও অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার ধর্না দিয়েও রাস্তা দুটি সংস্কার করানো সম্ভব হয়নি। ফলে নিরুপায় হয়ে স্বেচ্ছাশ্রমে ওই রাস্তা দুটির সংস্কার কাজ করা হয়েছে।
তিনি আরও জানান, সংগঠনের ৫৫ সদস্য দুই দিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করে রাস্তা দুটি সংস্কার সম্পন্ন করেছেন। রাস্তা সংস্কারের জন্য সংগঠনের সদস্যদের অনুদানের মাধ্যমে ইট ও বালু কিনে সংস্কার করে।
সংগঠনের সহ-সভাপতি নয়ন সরদার, সমাজ কল্যাণ সম্পাদক মনিরুজ্জান চোকদার, কোষাধ্যক্ষ মো. রাশেদ সিকদার, দপ্তর সম্পাদক সুমন সিকদারসহ অন্যান্যরা জানিয়েছেন, চাঁদশী সমাজসেবা সংগঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়ে থাকে। ভবিষ্যতেও সমাজ উন্নয়নে এ সংগঠনের সদস্যরা সাধ্যমতো কাজ করে যাবেন।
শাওন খান/আরএইচ/এমএস

See also  স্কুলছাত্র অপহরণের সময় যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
Total
0
Share
Need Help?