ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে চালকের সহকারীসহ বাস উধাও

ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড থেকে চালকের সহকারীসহ রাজমহল পরিবহন নামের এক বাস উধাও হয়ে গেছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে বাসটি পাওয়া যাচ্ছে না। এর আগে রোববার রাতে বাসটি বাসস্ট্যান্ডে পার্ক করে রাখেন চালক।
জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিচুর রহমান বলেন, রোববার রাতে রাজমহলের বাসটি যাত্রীপরিবহন শেষে গোয়ালটামচ নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা হয়। রাজু নামের বাসের হেলপার বাসের ভেতরে ছিলেন।

আরও পড়ুন‘আপন কফি হাউজে’ তরুণীকে মারধরের ঘটনায় মামলা, গ্রেফতার ২ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জাবিতে এক অন্যরকম বর্ষবরণ 

তিনি আরও বলেন, বাসটি স্ট্যান্ডে পার্ক করে রেখে বাড়ি চলে যান চালক। সোমবার সকালে বাসের চালক বাসস্ট্যান্ড থেকে বাসটি নিতে আসলে বাস ও হেলপার রাজুকে খুঁজে না পেলে বিষয়টি জানাজানি হয়।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, বাসস্ট্যান্ড থেকে বাস ও হেলপার নিখোঁজের ঘটনার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক অবস্থায় মালিকপক্ষ তাদের বাস ও হেলপারের খোঁজাখুঁজি করছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এন কে বি নয়ন/কেএসআর

See also  Dr Fazlul Qadir appointed as SKIMS Medical College Bemina Principal
Total
0
Share
Need Help?