ঢাকায় আরেক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রাজধানীর খিলগাঁও থানার আফতাবনগর ঝিলপাড় এলাকায় নুরু ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান জানান, আমরা দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আফতাবনগর তালতলা ঝিলপাড় এলাকায় গিয়ে তাকে গুরুতর অবস্থায় পাই। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা পিটিয়ে জখম করে ঝিলপাড় জঙ্গলের মধ্যে ফেলে রেখে যায়। আমরা ওই ব্যক্তির পরিবারের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারিনি। তিনি কেরানীগঞ্জের রায়েরচর গ্রামের আব্দুল করিমের সন্তান।
কাজী আল আমীন/এমএইচআর/জেআইএম

See also  মানবিক কাজে উৎসাহ দেওয়ার আহ্বান তারেক রহমানের
Total
0
Share
Need Help?