জামায়াত ক্ষমতায় গেলে ঘুস বাণিজ্য-চাঁদাবাজি থাকবে না

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুস বাণিজ্য, দুর্নীতি থাকবে না। সব মানুষ নিজেদের অধিকার ফিরে পাবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজারের রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গৃহ নির্মাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত নেতা আব্দুল হালিম বলেন, ‘গত ১৫ বছর একটা সরকার জনগণের অধিকার দেয়নি। মেধাবীরা চাকরি পায়নি, শুধু দলের নেতারা চাকরি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিট পায় না, ওখানেও চাঁদাবাজি চলে। জামায়াত ক্ষমতায় গেলে মেধা, যোগ্যতা, সততা অনুযায়ী চাকরি পাবে। এখানে কোনো বৈষম্য থাকবে না। যেই দলের হোক, যেই গ্রামের হোক, যেই ধর্মের হোক; মেধা, যোগ্যতা অনুসারে চাকরি হবে।’
রাজনগর উপজেলা জামায়াতের আমির আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির ও সিলেট আঞ্চলিক টিম সদস্য আব্দুল মান্নান, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমির দেলোয়ার হোসেন বাবলু, টেংরা ইউনিয়ন সভাপতি মাহমুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ৩৬টি পরিবারকে ৭১ বান ঢেউটিন, ঘরের খুঁটিসহ ২০ লাখ টাকার গৃহ নির্মাণসামগ্রী বিতরণ করা হয়।
ওমর ফারুক নাঈম/এসআর/জেআইএম

See also  ভারত থেকে এলো ১০ হাজার টন চাল
Total
0
Share
Need Help?