চাঁদপুরে ৫৮১ কেজি পলিথিন জব্দ, ৩ দোকানির জরিমানা

চাঁদপুরের কচুয়ায় ৫৮১ কেজি পলিথিন জব্দ করে তিন দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর বাজার ও পলাশপুর এলাকায় পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রণি।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে কচুয়া থানার একদল চৌকস পুলিশ সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়েরর উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

See also  ২০০ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়ে বাইসাইকেল পেলো ২১ শিশু
Total
0
Share
Need Help?