চন্দ্রিমা উদ্যান পরিবর্তন করে ফের ‘জিয়া উদ্যান’

রাজধানীর শেরে বাংলা নগরে চন্দ্রিমা উদ্যানের নাম ফের পরিবর্তন করে ‘জিয়া উদ্যান’ করা হয়েছে। ১১ মার্চ নাম পরিবর্তন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের পরিবর্তিত ‘জিয়া উদ্যান’ নাম পুনর্বহাল করা হলো।
ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে এ উদ্যান অবস্থিত। এখানে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি রয়েছে।
সমাধিকে কেন্দ্র করে কমপ্লেক্স করা হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যান ও লেক দেখতে যান।
আরএমএম/জেডএইচ/

See also  চবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৩.২ শতাংশ
Total
0
Share
Need Help?