চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় দুপক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জুবায়ের উদ্দিন বাবু চান্দগাঁও থানার চাইল্যাতলি কাজিরপোলের পশ্চিমের ফইদ্যা পুকুরপাড় এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, ‘পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটা টার্ফ কোর্ট আছে। সেটার দখল নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় দুপক্ষের মধ্যে। এতে ছুরিকাঘাতে জুবায়ের উদ্দীন বাবু নিহত হন।’
তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ ঘটনাস্থলে টহলে রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
এএজেড/এমএএইচ/জেআইএম

See also  Healthy Foods: সুস্থ-সবল থাকতে পাতে থাকুক 'সুপারফুড', নিয়মিত ভাবে কী কী খেতে পারেন?
Total
0
Share
Need Help?