ঘরের মাঠে ইন্টারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি ম্যানসিটির

ঘরের মাঠে অন্যরকম জার্সিতে নিজেদের হারিয়ে খুঁজলো ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়াম থেকে পয়েন্ট নিয়ে ফিরলো ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে ম্যানসিটি। কিন্তু তাদের আক্রমণগুলো ছিল ছন্নছাড়া। দলের সেরা তারকা আরলিং হালান্ড একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। যার ফলে ভুগেছে সিটি।
ম্যাচে ৬০ ভাগ বল দখলে রেখে মোট ২২টি শট নেয় সিটি, যার মাত্র ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৩ শটের ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিল ইন্টার মিলান।
প্রথমার্ধে ফিকে পারফরম্যান্সের পর অবশ্য দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল সিটি। কিন্তু গোলমুখ খুলতে পারেনি।
এমএমআর/এএসএম

See also  মুম্বাইকে ২০৪ রানের বিশাল লক্ষ্য দিল লখনৌ
Total
0
Share
Need Help?