গাইবান্ধায় জামায়াতে যোগ দিলেন অর্ধশত সনাতন ধর্মাবলম্বী

সারাদেশে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দাওয়াতি কার্যক্রম চলছে। জামায়াতের দাওয়াতে সাড়া দিয়ে দলটিতে যোগদান করেছেন অর্ধশত সনাতন ধর্মাবলম্বী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পৌরসভার হিজলগাড়ী মসজিদে দাওয়াতি এই কার্যক্রম শুরু করা হয়। এসময় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুমোরপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দলীয় প্রচারণা চালান জামায়াতের নেতাকর্মীরা। এসময় অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান।
জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি সমর্থন জানানো নবানু পাল নামের একজন জাগো নিউজকে বলেন, ‘আমরা দীর্ঘ ৩০ বছর ধরে একটা জমি নিয়ে ঝামেলায় পড়েছিলাম। বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়েছি, টাকাও খরচ করেছি কিন্তু কোনো সমাধান পাইনি। জামায়াতের চান মিয়া ভাই আমাদের জমির সেই সমস্যাটি সমাধান করে দেন কোনো প্রকার টাকা-পয়সা ছাড়াই। দলটির নেতাদের ন্যায়বিচার দেখে মুগ্ধ হয়ে জামায়াতে যোগদান করেছি।’
দীনেশ চন্দ্র পাল নামের আরেকজন বলেন, ‘অন্যান্য দলের চেয়ে জামায়াতে ইসলামীর মধ্যে স্বচ্ছতা রয়েছে। তাদের নেতাকর্মীদের আচরণে মুগ্ধ হয়ে আমি এ দলে যোগদান করছি। আমার মতো পঞ্চাশের ওপর সনাতন ভাইয়েরা জামায়াতে যোগ দিয়েছেন।’

দাওয়াতি অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি আইনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর মিডিয়া বিভাগের সভাপতি মোহাম্মাদ আব্দুল মতিন। দাওয়াতি কার্যক্রমে নেতৃত্ব দেন ৯ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ ইলিয়াস হোসাইন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম চান বলেন, ‘জামায়াতে ইসলাম যে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে, তাতে ব্যাপক সাড়া পড়েছে। এই দাওয়াতে সাড়া দিয়েই হিজলগাড়ীর সনাতন ধর্মের অনেক মানুষ সহযোগী সদস্য ফরম পূরণ করেছেন।’
পৌর সেক্রেটারি আইনুল হক বলেন, নেতাকর্মীদের আচরণে অনুপ্রাণিত হয়েই সনাতন সম্প্রদায়ের মানুষ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানাচ্ছেন।
এ এইচ শামীম/এসআর/এমএস

See also  Odisha Singer Ruksana Bano dies of scrub typhus at AIIMS Bhubaneswar, family alleges foul play
Total
0
Share
Need Help?