ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুগ্ধ হাজারও দর্শক
আবহমান গ্রাম-বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে লাঠিখেলা।
বুধবার (১৬ এপ্রিল) সকালে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়।
খেলা দেখতে মাঠে জড়ো হন হাজারও দর্শক। ঢাক-ঢোল আর কাঁসার ঘণ্টার তালে জমে ওঠে স্কুলমাঠ এলাকা। দৃষ্টিনন্দন লাঠির কসরতে উচ্ছ্বসিত দর্শকেরা করতালি আর উৎসাহে ভরিয়ে তোলেন মাঠ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এসময় সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আবহমান বাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই প্রয়াস।
খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শাহজাহান নবীন/এসআর