ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রী সাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পড়ার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
রোববার (৮ জুন) রেলপথ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন:
জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়েরকরোনায় ঢাকায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩
এতে বলা হয়েছে, সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ( ঈদুল আজহার ফিরতি যাত্রা) ট্রেনযাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরিধান করার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
এমএএস/এসএনআর/জেআইএম