ইরানে ৯ আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

২০১৮ সালের একটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর নয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
ইরানের বিচার বিভাগের মিজান সংবাদ সংস্থা জানিয়েছে, দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড বহাল রাখার পর এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে প্রচলিত পদ্ধতি অনুযায়ী ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
একসময় ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা নিয়ন্ত্রণ করা ইসলামিক স্টেট গোষ্ঠী উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে গোষ্ঠীটি এখনও সক্রিয় রয়েছে এবং বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালাচ্ছে।
প্রতিবেশী আফগানিস্তানে পশ্চিমা-সমর্থিত সরকারের পতনের পর আইএস শক্তিশালী হয়ে উঠেছে।
ইসলামিক স্টেট ২০১৭ সালে তেহরানে পার্লামেন্ট ও আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধিতে হামলার দায় স্বীকার করে, যাতে কমপক্ষে ১৮ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়।
২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত একজন জেনারেলের স্মরণ অনুষ্ঠানে দুটি আত্মঘাতী বোমা হামলারও দাবি করে গোষ্ঠীটি, যার ফলে কমপক্ষে ৯৪ জন নিহত হয়েছিল।
এমএসএম

See also  Boehringer Ingelheim gets USFDA priority review for Zongertinib for HER2 (ERBB2)-mutant advanced non-small cell lung cancer treatment
Total
0
Share
Need Help?