আরব আমিরাতের কাছে হেরে গেলো বাটলারের ‘নতুন বাংলাদেশ’

কোচ-খেলোয়াড়দের দ্বন্দ্ব ও বিদ্রোহে দেশের নারী ফুটবল যখন এলোমেলো তখন ‘নতুন এক বাংলাদেশ’ সফর করছে সংযুক্ত আরব আমিরাত। দেশের সেরাদের বাদ দিয়ে বেশিরভাগ নবীশ ফুটবলার নিয়ে ইংলিশ কোচ পিটার বাটলার কি করবেন তা দেখার কৌতূহল ছিল সবার।
বুধবার রাতে দুবাইয়ে দুই দেশের ফিফা ফ্রেন্ডলি ম্যাচের পর সবাই বুঝে গেছেন সাবিনাদের বাইরে রেখে যাদের দিয়ে শূন্যস্থান পূরণ করে দল সাজিয়েছেন পিটার, তারা এখনো আন্তর্জাতিক ম্যাচের জন্য সেভাবে নিজেদের তৈরি করতে পারেননি।
বাংলাদেশ হেরেছে ৩-১ গোলে। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর নতুন অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির পেনাল্টি গোলে ব্যবধান কমিয়েছিল চার মাস পর মাঠে নামা বাংলাদেশ। তবে ম্যাচে আর ফিরতে পারেনি। উল্টো তৃতীয় গোল খেয়ে ৩-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে পিটারের নতুন দলটি।
২ মার্চ দুই দেশ আন অফিসিয়াল দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে। দুই দেশের জাতীয় দলের এটাই ছিল প্রথম দেখা। আগে বয়সভিত্তিক প্রতিযোগিতায় তিনবার মুখোমুখি হয়ে তিনবারই জিতেছিল বাংলাদেশ।গত বছর অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে চার ম্যাচ খেলে তিনটি জিতেছিল সাবিনারা। ড্র করেছিল এক ম্যাচ। চার মাস পর মাঠে নেমে সহজে হার মানলো মধ্যপ্রাচ্যের দেশটির কাছে।
আরআই/জেডএইচ/

See also  Mother’s use of acetaminophen linked to Child ADHD risk, reports research
Total
0
Share
Need Help?